Mechanism of Learning ( শিখন কৌশল )- is an important chapter in the subject Education, in the following video tutorial is has been thoroughly explained in Bengali followed by probable questions from the chapter.
নৈবর্তিক প্রশ্নাবলী -প্রশ্নমান -১ – সঠিক উত্তর টি নির্বাচন করো (MCQ )
১.প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন-
a .প্যাভলভ
b .থর্নডাইক
c .স্কিনার
d .ওয়াটসন
২.শিখনের ‘প্রচেষ্টা ও ভুল’ কৌশলের আবিষ্কারক হলেন –
a .স্কিনার
b .থর্নডাইক
c .প্যাভলভ
d .ওয়াটসন
৩.অনুবর্তন প্রক্রিয়ার আবিস্কারক কে?
a .থর্নডাইক
b .স্কিনার
c .প্যাভলভ
d .এদের কেউ নন
৪.প্যাভলভ অনুবর্তনমূলক কৌশলটি প্রমান করার জন্য কোন প্রাণীকে ব্যবহার করেন?
a .কুকুর
b .বিড়াল
c .ইঁদুর
d .খরগোশ
৫.অনুবর্তনের মোট যে কটি উপাদানদের প্রয়োজন হয় তা হলো –
a .৩টি
b .৬টি
c .৪টি
d .৫টি
৭.প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত
a .উদ্দীপক নির্ভর
b .প্রতিক্রিয়া নির্ভর
c .উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর
d .এর কোনোটাই না
৮.প্যাভলভ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান –
a .১৯০৪ খ্রিস্টাব্দে
b .১৯১৯ খ্রিস্টাব্দে
c .১৯২০ খ্রিস্টাব্দে
d .১৮৭৩খ্রিস্টাব্দে
৯.প্রাচীন অনুবর্তন হলো-
a .S type অনুবর্তন
b .R type অনুবর্তন
c .P type অনুবর্তন
d .N type অনুবর্তন
১০.খাদ্যবস্তুর উপস্থিতিতে স্বভাবজাত আচরণের রূপ হলো –
a .লালা-ক্ষরণ
b .সচেতন তার অভাব
c .অসচেতনতার অভাব
d .এর কোনোটিই নয়
১১.আইভান প্যাভলভ ছিলেন একজন –
a .মনোবিদ
b .শরীরতত্ববিদ
c .ঐতিহাসিক
d .এর কোনোটিই না
১২.ক্লাসিকাল কন্ডিশনিং এরপর নাম হলো –
a .সক্রিয় অনুবর্তন
b .প্রাচীন অনুবর্তন
c .অপেরেন্ট অনুবর্তন
d . এর কোনোটিই না
১৩.প্রাচীন অনুবর্তনের দুটি উদ্দীপক হলো –
a .ঘণ্টাধ্বনি লালাক্ষরণ
b .খাদ্যবস্তু লালাক্ষরণ
c .ঘণ্টাধ্বনি ও লালাক্ষরণ
১৪. আইভন প্যাভলভ ————————শরীরতত্ববিদ ছিলেন –
a .রাশিয়ার
b .জার্মানির
c .জাপানের
d .ইতালির
১৫.অনুবর্তন কে—————ও ——————-দুটি ভাগে ভাগ করেছেন ।
a .স্কিনার,হাল
b .হিলগর্ড ,মার্ককুইস
c .প্যাভলভ ,স্কিনার
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী (SAQ)
১.’অনুবর্তন’ কাকে বলে ?
২.প্রাচীন অনুবর্তন সাংকেতিক চিত্রের মাধ্যমে তুলে ধর ।
৩.প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তন
কে করেন ?
৪.প্রশ্ন অনুবর্তন প্রক্রিয়া প্রাণীর প্রতিক্রিয়া কোন প্রকার স্নায়ু-তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
৫.কত খ্রিস্টাব্দে পাভলভ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
৬.শিখন কৌশল গুলি কি প্রকার কি কি?
৭.পাভলভের পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকটির নাম কী?
৮.অপানুবর্তন কি ?
৯.প্রাচীন অনুবর্তনে ক-টি উদ্দীপক ও ক-টি প্রতিক্রিয়ার অস্ত্বিত্ব পাওয়া যাই ?
১০.অনাবর্তীত উদ্দীপকের সঙ্গে লেখো ।
রচনাধর্মী প্রশ্নাবলী
১.অনুবর্তন কাকে বলে?পাভলোভিও অনুবর্তনের পরীক্ষাটি আলোচনা করো ।
২.প্রাচীন অনুবর্তন কাকে বলে?
প্রাচীনানুবর্তনেরশিক্ষন কৌশলের বৈশিষ্টগুলো আলোচনা করো ।
৩.প্রাচীন অনুবর্তনকে শিক্ষা ক্ষেত্রে কি ভাবেকাজে লাগানো যায় ?
৪.প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো ।
৫.শিখনের সংজ্ঞা দাও ।শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীর সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য উল্লেখ করো ।
Tanisha Bhattacharya
27 Apr 2020Name-Taniaha Bhattacharya
Roll-on
Section-D
Tanisha Bhattacharya
27 Apr 2020Tanisha Bhattacharya Roll-81 sec-D
Tanisha Bhattacharya
27 Apr 2020Tanisha Bhattacharya Roll-81 sec-D